আগামীকাল আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে নামছে বাংলাদেশ। বিনামূল্যে টিকিট ছাড়াই মাঠে বসে গ্যালারিতে দেখা যাবে বাংলাদেশ আমিরাতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।





আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। একই মাঠেই ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। দুটি ম্যাচেই টিকিট ছাড়া দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।





আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস,





ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।