বেজে উঠেছে কাতার বিশ্বকাপের দামামা। কাতার বিশ্বকাপের আগে ল্যাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে ঘানার বিপক্ষে মাঠে নেমেছিল। ঘানার বিপক্ষে এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলের বড় ব্যবধানেই জয় পেয়েছে।





ঘানার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন মার্কুইনহোস একটি ও রিচার্লিসন দুইটি। তিনটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ব্রাজিল তারকা নেইমার জুনিয়র গোল না পেলেও দুইটি গোলে এসিস্ট করেছেন তিনি।