নেটদুনিয়ায় বেশকিছু ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা দেখতে পাই অনেকের অবাক করা কিছু ঘটনা। এই সমস্ত ভিডিও বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় বেশ হৈচৈ সৃষ্টি করেছে।





এই ভিডিও মানুষ বেশ পছন্দ করছেন বটে। অনেকে আবার এই সমস্ত ভিডিও দেখে দিনের ক্লান্তি দূর করেন।
মলা বা এ্যাম্বলিফারিংডন বা মৌরোলা হচ্ছে স্বাদু পানির মাছের একটি গণের নাম। এদের দেহ দুই পাশ থেকে চ্যাপ্টা এবং লম্বা। এর লেজ দুইবিভক্ত।





খাল,বিল,নদী,পুকুরে অনেক মলা মাছ পাওয়া যায় মলা মাছ খেতে খুব স্বাধ।মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হতে থাকে। এই তালিকায় বাশেঁর ডেওর ও আন্তা পেতে একসাথে এত মলা মাছ জীবনে দখেননি রইল ভিডিও না দেখলেই মিছ।