কয়েক দিনের টানা বৃষ্টিতে গ্রামে মাছ ধরা উৎস ভিডিও তুমুল ভাইরাল

টানা কয়েক দিনের বৃষ্টিতে খালে বিলে নদীতে পানি বাড়ায়, জেলেরা ও গ্রামের ছেলেরা মাছ ধরার উৎস শুরু করেছে, গ্রামে মাছ ধরার দৃশ্য সকলেই অনেক ভালো লাগে, গ্রামে যে ধরনে মাছ পাওয়া যায় সেই মাছ গুলোতে প্রচুর পরিমান পুষ্টি পাওয়া যায়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গ্রামে মাছ ধরার দৃশ্য আমরা সবাই কমবেশ দেখেছি। বড়সি দিয়ে, পাল তোলা নৌকায় করে নদীতে, খালে বিলে পুকুড়ে জেলেরা মাছ ধরে। আমাদের দেশের খাল বিল ডুবা গুলোতে প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়। খাল বিল ডুবা ছাড়াও অনেক সময় গ্রামের পুকুর ও ধানের ক্ষেত থেকেই বিভিন্ন রকমের মাছ জেলেরা ধরে থাকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আর বাঙ্গালী মানেই তো মাছ আর ভাত। গ্রামের বেশির্ভার সময় বর্সার সিজনে ছেলে পেলেরা অনেক রকমের মাছ ধরে থাকে।
পোকুর ও নদী হাল বিল থেকে মাছ ধরতে গিয়ে ছেলে কিংবা মেয়েরা ছোটবেলেয় অনেক আনন্দ করে। তবে বড় হওয়ার পর মেয়েরা সাধারন্ত আর মাছ ধরতে নদীতে বা খালে বিলে যায় নাহ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমরা উলটো চিত্র দেখতে পেয়েছি। ভিডিওতে দেখা যায়, গ্রামের এক সুন্দরী বৌদি সবুজ ধান খেতের ভেতরে দিয়ে হেটে চলেছেন। সেখানে ধানের খেতের আইল দিয়ে মাছের জন্য বৌদি জাল পেতেছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন