khelaprotidin.com 2022 09 23T014925.993

মাত্র পাওয়া : বেতন নিয়ে এবার অবিশ্বাস্য এক সুখবর পেল নারী ফুটবলাররা

ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ের পরে নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি নিয়ে। এ অবস্থায় তাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন বাফুফে সভাপতি। তিনি সাবিনা-কৃষ্ণাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিনি বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গ কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার আশ্বাস দিয়েছেন।’

সাবিনা বলেন, ‘আমরা উনার কাছে আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) তা মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়াবেন বলে জানিয়েছেন।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কেমন হতে পারে বেতন? জানতে চাইলে নারী ফুটবলে দলের অধিনায়ক বলেন, ‘বেতন কেমন হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেয়া হবে তা বলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেই দিক থেকে নিজেদের লাকি মনে করি। ’