টি-২০ সিরিজের জন্য চমক দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে আগামী ২২ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে বুধবার সন্ধ্যায় ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে টি-২০ বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটাররাই যাচ্ছে আমিরাত সফরে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সবার আগেই জানা ছিল এই সিরিজে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহানকে। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

টি-২০ বিশ্বকাপে থাকা সকল ক্রিকেটারদের সাথে এই দলে রয়েছে রিজার্ভে থাকা তিন ক্রিকেটার শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন। তবে ছুটি নেওয়ার কারণে আমিরাত সফরে যাচ্ছেন না অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তবে সুযোগ হয়নি বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদের। আগামী ২৫ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।