সাফ জয়ী নারী দলকে বিপুল পরিমাণ টাকা দিচ্ছে বিসিবি

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য প্রথম বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে চ্যাম্পিয়ন দলকে তারা ৫০ লাখ টাকা দিবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবলারদের জন্য এই টাকা বরাদ্দ করেছেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিবৃতিতে নাজমুল জানান, সাবিনা খাতুনের দল সারা দেশের মানুষকে গর্বিত করায় তাদেরকে ক্রিকেট বোর্ড উৎসাহ দিতে চায়, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিনি আরও বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বুধবার তারা দেশে ফিরলে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।