khelaprotidin.com 2022 09 19T195323.241

মাত্র পাওয়া : মাশরাফিকে জাতীয় দলের বড় দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি

সেই ২০২০ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি অবসর নেয়ার পর থেকে জাতীয় দল একেবারে ছন্নছাড়া অবস্থায়। তিনিই একমাত্র ছিলেন যিনি খেলোয়ারদের মনের অবস্থা বুঝতেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২০১৫-২০২০ সালের দলটার দিকে একবার তাকালেই বুঝা যাবে সব কিছু। ওই সময় মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলটাকে খুব চনমনে লাগছিলো। সবাই দল হিসেবেই খেলতো।মাশরাফিও সবার খারাপ ভালো সব সময়ে একজন নেতা হয়ে বড় ভাই হয়ে তাদের পাশে থাকতেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সবাই তাদের সমস্যার কথা মন খুলে নেতা মাশরাফি কে বলতেন। মাশরাফিও সমস্যা বুঝে তাদের সমাধানের একটা পথ বের করতেন।কিন্তু এই সময়ে এসে খেলোয়াড়দের সাথে কোচ বা অধিনায়কের কোথায় একটা দুরত্ব লক্ষ্য করা যাচ্ছে

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তাই বিসিবি মাশরাফিকে মেন্টর এর ভুমিকায় একবার চেষ্টা করে দেখতে পারতো। মাশরাফির নিজের হাতে গড়া দলটার কোথায় সমস্যা তা হয়তো তিনিই ভালো বলতে পারতেন। সমস্যা সমাধানে তার চেয়ে ভালো আর কে হতে পারেন।
তবে তিনি এমপি। সময় বের করতে পারবেন কিনা তাও একটা বিষয়। কিন্তু তাকে অফার করে দেখা যেতো। দলের এই খারাপ সময়ে হয়তো দুরে থাকতেন না সবার প্রিয় ম্যাস।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ভারত তাদের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় কে কোচ করে এনেছে। ভালো মন্দে সব সময় পাশে পাচ্ছে বোর্ড সভাপতি দাদা সৌরভ গাংগুলিকে। পাকিস্তান তাদের সাবেক স্পিনার সাকলাইন মুসতাক কে কোচ করেছে দলটাও ভালো করছে।

আর শ্রিলংকা তো তাদের পুরো কোচিং প্যানেলই বদলে ফেলেছে। তার ফলও পেয়েছে হাতেনাতেই। সব ফেবারিটদের হারিয়ে ঘরে তুলেছে এশিয়া কাপ।

তাই বিসিবির উচিত মাশরাফিকে নিয়ে চিন্তা করা। রোগ না জেনে চিকিৎসা করলে যেমন কোনো কাজ হয় না তেমনি খেলোয়াড়দের সমস্যা না বুঝে বিদেশি কোচ নিয়োগ দিলেও ভালো ফল আসবে না। এই সমস্যা সমাধানে মাশরাফিই হতে পারের একমাত্র সমাধান।