এশিয়া কাপ শেষ করে পরিবারের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্র দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকেই দেশে না ফিরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ যোগ দেওয়ার কথা এই তারকা ক্রিকেটারের। যদিও এ সময় দুবাইয়ে আমিরাতের সাথে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে সেই সময় দলের সাথে থাকবেন না সাকিব।





বাংলাদেশের হয়ে আমিরাতের সাথে না খেলে অনেক আশা নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স দলে আজ যোগ দিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলে অধিনায়ক সাকিব আল হাসান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের দলের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে গায়ানা এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের খেলায় একাদশে সুযোগ পাইনি এই অলরাউন্ডার। তাকে ছাড়াই খেলতে নেমেছে তার দল গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স।





গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স এর একাদশ: পল স্টার্লিং, চন্দ্রপল হেমরাজ, জারমাইন ব্ল্যাকউড, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), শিমরন হেটমায়ার (অধিনায়ক), কিমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, জুনিয়র সিনক্লেয়ার, ইমরান তাহির, তাবরেজ শামসি





বার্বাডোজ রয়্যালস একাদশ: রাহকিম কর্নওয়াল, কাইল মায়ার্স, করবিন বোশ, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডেভিড মিলার (অধিনায়ক), আজম খান, জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, হেইডেন ওয়ালশ, মুজিব উর রহমান, রেমন সিমন্ডস
টসে জিতে গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।
শুরুতে বোলিং করে দুর্দান্ত ফর্মে আছে সাকিবের দল। ৮ ওভার বল করে ৩৬ রান দিয়ে লুফে নিয়েছেন ৩ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বার্বাডোজ রয়্যালস এর সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান।