এইমাত্র পাওয়া : আইসিসিকে অবাক করে বিশ্ব রেকর্ড গড়লো টাইগাররা

আর মাত্র কয়েকদিন তারপরই অস্ট্রেলিয়ায় বসবে আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। হাতে এক মাসের মতো সময় থাকলেও এরই মধ্যে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। আইসিসি জানিয়েছে, ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

১৬ দলকে নিয়ে শুরু হতে যাওয়া বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ দেখতে ৮২টি দেশ থেকে টিকিট কিনেছেন দর্শকরা। তাই স্টেডিয়াম পূর্ণ থাকবে বলেই আশা করছে আইসিসি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বরাবরের মতো সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের। আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এরই মধ্যে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। মূল গ্যালারির টিকিট তো শেষ হয়েছেই, অ্যাডিশনাল স্ট্যান্ডিং রুমের যা টিকিট ছিল, তাও শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শেষ হয়ে গেছে ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও। ভারত এবং ‘এ’ গ্রুপ রানারআপ দলের ম্যাচের টিকিটও শেষ। তবে আগ্রহীদের অপেক্ষমান তালিকায় নাম লেখানোর আহ্বান জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে বাড়তি টিকিট আসলে তাদের কেনার সুযোগ মিলতে পারে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এছাড়া ম্যাচের কিছু দিন আগে আইসিসি একটি আনুষ্ঠানিক রি-সেল প্ল্যাটফর্ম খুলবে। সেখানে ভক্তরা চাইলেই টিকিট বদলে নিতে পারবেন।
সুপার টুয়েলভের আরও কিছু ম্যাচের টিকিট আছে শেষ হওয়ার পর্যায়ে। তেমন একটি ম্যাচ হচ্ছে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি। আগামী ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দুই দলের মুখোমুখি হওয়ার কথা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

৩০ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এ গ্রুপের রানার্স আপদের ম্যাচ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ হওয়ার পথে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সরাসরি সুপার টুয়েলভে। সেখানে টাইগারদের তিন প্রতিপক্ষ হচ্ছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল আসবে প্রথম পর্ব খেলে।