শিক্ষিকার হাত ধরে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে ওই খুদে পড়ুয়াকে। ভিডিওটি বিহারের ছপরার একটি স্কুলের, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।





স্কুলে এক শিক্ষিকা চেয়ারে বসে আছেন। তার সামনে খুদে এক পড়ুয়া দাঁড়িয়ে। শিক্ষিকার হাত ধরে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে ওই খুদে পড়ুয়াকে। ভিডিওটি বিহারের ছপরার একটি স্কুলের, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে এই ভিডিও। শিক্ষক এবং খুদে পড়ুয়ার কথোপকথন মন জিতছে নেটাগরিকদের।





শিক্ষিকা: তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি।
পড়ুয়া: ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।
শিক্ষিকা: তুমি বার বারই বলো, আমি আর করব না। কিন্তু আবার সেই দুষ্টুমি করো।
পড়ুয়া: আর করব না, ম্যাম। আর করব না।





শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু খুদে তাঁর কাছে গিয়ে আদর করে বলে, “আর করব না, করব না।”
শিক্ষিকা: প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না?
পড়ুয়া: একদম। (এর পরই শিক্ষিকা তাঁর গালে খুঁদেকে চুমু দিতে বলে।) খুদে শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও খুদেকে। তার পরই ভিডিওটি শেষ হয়ে যায়। তবে শিক্ষিকা-পড়ুয়ার এই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই অনেকের মন জিতে নিয়েছে। শেষেমেশ শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয়েছে খুদে পড়ুয়া।
https://twitter.com/Gulzar_sahab/status/1569327422000230400