মাহমুদউল্লাহ’র বিদায় নিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য দিলো বিসিবি!

বাংলাদেশের ক্রিকেটে এখনো মাঠ থেকে অবসর নেওয়া কালচার চালু হয়নি বলা চলে! আর এই তালিকায় সদ্য যোগ হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল’র খ্যাত মুশফিকুর রহিমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর। এদিকে গুঞ্জন আছে, এই ফরম্যাটকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

যদি তিনি এমন সিদ্ধান্তই নেন তাহলে তাকে মাঠ থেকে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

আজ মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল নিয়ে কথা বলার সময় সাংবাদিকদেরকে নাজমুল হাসান পাপন বলেন,

‘যদি তার (টি-টোয়েন্টি ক্রিকেট) অবসর নিতেই হয় বা তাকে স্কোয়াডে সুযোগ দিতে না পারি তাহলে অবশ্যই তাকে অন্তত এতটুকু সু্যোগ (মাঠ থেকে অবসর নেয়ার) দেয়া উচিত। এইটুকু সম্মান দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের।’

এছাড়া মুশফিককে নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘মুশফিক অবসর (মাঠের বাইরে থেকে) নিয়েছে, এটাতো আমাদের কাছে খারাপ লাগে। কারণ আমিতো শেষ দিন পর্যন্ত বলে যাচ্ছি, মুশফিক আমাদের সেরা ব্যাটার।’

উল্লেখ্য, ১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন সদ্য সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩.৫৭ গড়ে করেছেন ২১২২ রান।

তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫।

You May Also Like