
🔰 ঘোষিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল :- 🇮🇳💙
রোহিত শর্মা (C), কেএল রাহুল (VC), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, আর পান্ত (WK), দিনেশ কার্তিক (WK), হার্দিক পান্ড্য, আর অশ্বিন, চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আরশদীপ সিং।
Standby :- শামী, শ্রেয়াস, বিষ্ণৌ, দীপক চাহার।
শুভকামনা রইল টিম ইন্ডিয়া..!! 🇮🇳👏