শ্রীলঙ্কা এশিয়া কাপ জেতায় সুজনকে খোঁচা দিয়ে বাংলাদেশ দলকে চরম অপমানিত করলেন করুণারত্নে

রবিবার দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে শ্রীলঙ্কা। দলের এমন পারফরম্যান্সে অনেক খুশি শ্রীলঙ্কার সমর্থকরা। এই জয়ের দিনে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে যেন একটা খোঁচাই মেরে দিলেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে।

আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরে এবারের এশিয়া কাপ শুরু করেছিল শ্রীলঙ্কা।

ওই ম্যাচের পরই লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের কেউ নেই। সেই কথার জবাব দিতে গিয়ে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, শ্রীলঙ্কা দলে তিনি কোনো বোলারই দেখেন না! বিশ্বমানের কেউ নেই।

শ্রীলঙ্কা এশিয়া কাপ জয়ের পর নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দিমুথ করুণারত্নে লিখেছেনে, ‘কোনো বিশ্বমানের খেলোয়াড় ছাড়াই এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা।

এই মুহূর্তে দলের সবাইকে নিজ নিজ অবদানের জন্য অভিনন্দন জানাই। তোমাদের জন্য ভালো লাগছে। রাতটা উপভোগ করো। ’

You May Also Like