এইমাত্র পাওয়াঃ মিরাজের সঙ্গে ওপেনিংয়ে নেমে ঝড় তুললেন সাব্বির, দেখুন লিটন সৌম্যর অবস্থান

সোমবার থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

সামনে থেকে এই প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ দলের নতুন কারিগরি উপদেষ্টা শ্রীধরন শ্রীরাম। মিরপুরে আজ দুই দলের ম্যাচে অনুশীলন করছে টাইগাররা।

জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি কিছু এইচপি ক্রিকেটারও এই অনুশীলনে রয়েছেন।দুই দলের এই প্রস্তুতি ম্যাচ ৪ ওভার খেলা হয়ে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে।

প্রথমে ব্যাট করা দল ৪ ওভারে ২ উইকেটে তুলেছে ৩৫ রান। ওপেনিং করেছেন মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান।

মিরাজ সুবিধা করতে পারেননি। প্রথমবার ৪ করে রানআউটের কবলে পড়েছেন।পরেরবার ২ রানে ক্যাচ আউট হয়েছেন এইচপির পেসার রিপন মন্ডলের বলে।

তবে সাব্বির রহমান ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছেন। ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত আছেন হার্ডহিটিং এই ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে নেমেছিলেন। মোস্তাফিজুর রহমানের বলে শূন্য করেই সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি। বৃষ্টি থামলে পুনরায় খেলা মাঠে গড়াবে।

You May Also Like