ভারতীয় মডেল উর্বশিকে পাত্তাই দিলেন না নাসিম শাহ!

চলমান এশিয়া কাপে খবরের শিরোনাম হয়েছে বলিউড-ক্রিকেট। এবার খবরের কেন্দ্রবিন্দুতে ভারতের লাস্যময়ী উর্বশী রাউতেলা। বলিউডের এই ২৮ বছর বয়সী নায়িকা বছরের সিংহভাগ সময় দুবাই থাকেন। গত ২৮ আগস্ট দুবাই স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে গিয়েছিলেন তিনি। গ্যালারিতে বসা অবস্থায় ম্যাচ চলাকালীন নিজের ভিডিও পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।

এর মধ্যে একটি ভিডিও ছিল পাকিস্তানের তরুণ সেনসেশন, ফাস্ট বোলার নাসিম শাহকে নিয়ে। ভিডিও দেখা যায়, ম্যাচের সময় হাসছিলেন ১৯ বছর বয়সী এই তরুণ। তার হাসির সঙ্গে নিজের গ্যালারিতে বসে থাকার ভিডিও জুড়ে দিয়েছেন রাউতেলা। যেন নাসিম তাকে দেখেই বিমুগ্ধ হয়ে হাসছিলেন। ইতিমধ্যে ভিডিও’টি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গতকাল শনিবার পাকিস্তান-শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নাসিমকে এ বিষয়েও প্রশ্ন করা হয়েছে। এখানে নিজের অবস্থান পরিস্কার করেছেন পাক পেসার। সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনি ম্যাচ চলাকালীন উর্বশী রাউতেলাকে দেখে কেন হাসছিলেন? পাকিস্তানের ডানহাতি এই পেসার সরাসরি বলেছেন, ‘আপনার কথা (প্রশ্ন) শুনে হাসি আসছে। আমি জানি না উর্বশী রাউতেলা কে?’

এ সময় পাকিস্তান ক্রিকেটের এই নতুন সুদর্শন সুপারস্টার আরও বলেন, ‘আমি শুধু আমার ক্রিকেটে ফোকাস করছি। মানুষ আমাকে ভিডিও পাঠাচ্ছে, কিন্তু আমার কোনো ধারণা নেই এ বিষয়ে। এখানে বিশেষ কিছু নেই। কিন্তু যারা ক্রিকেট দেখতে মাঠে আসে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক সম্মান করি।’

এদিকে আবেদনময়ী অভিনেত্রী রাউতেলা কদিন আগে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋসভ পান্তকে নিয়েও এক সাক্ষাৎকারে বিস্ময়কর মন্তব্য করেছিলেন। এজন্য নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রাউতেলা দাবি করেছিলেন, দিল্লির এক হোটেলে শ্যুটিং শেষে ফিরেছিলেন ক্লান্ত হয়ে। তখনই ক্রিকেটার পান্ত ঘন্টা খানেক তার সাক্ষাতের জন্য অপেক্ষা করে ফিরে যান। এসময় পান্তের নাম অবশ্য সরাসরি বলেননি রাউতেলা।

You May Also Like