মুশফিকের জায়গায় খেলবেন এই মারকুটো ব্যাটসম্যান!

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। মিডল অর্ডারে ১৫ বছর দলকে সার্ভিস দিয়েছেন তিনি। যদিও শেষ দিকে প্রত্যাশা মেটাতে পারেনি তার ব্যাট। মুশফিক না থাকায় মিডল অর্ডারের বড় দায়িত্ব কাউকে না কাউকে পালন করতেই হবে।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের আশা মুশফিকের জায়গায় নুরুল হাসান সোহানই বাংলাদেশের ভরসা হবেন আগামীতে। আঙুলের ইনজুরি কাটিয়ে উঠা এই উইকেটকিপার-ব্যাটসম্যান এখন অনুশীলনে নেমে গেছেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে সংশয় কেটে গেছে।

শনিবার মিরপুর স্টেডিয়ামে মুশফিকের অভাব পূরণ প্রসঙ্গে হাবিবুল বলেছেন, ‘অবশ্যই বড় গ্যাপ তৈরি হয়েছে। মুশফিকের গ্যাপ পূরণ অতটা সহজ হবে না। কারণ বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশ দলে অনেক অবদান রেখেছে। মুশফিক এই ফরম্যাট থেকে সরে গেছেন, সোহান ফিরে এসেছেন। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নিয়ে নিবে।’

মুশফিক প্রথাগত ব্যাটসম্যান ছিলেন, তাই করে গেছেন। যা টি-টোয়েন্টিতে অনেক সময় কাজে লাগেনি। সে তুলনায় সোহান সবসময় আগ্রাসী। উইকেটে গিয়ে নানামুখী শটস খেলতে চেষ্টা করেন। টি-টোয়েন্টিতে রান বের করতে হলে অনেক উদ্ভাবনী শটস খেলতে হয়, যেটা সোহান করে থাকেন।

নিউজিল্যান্ডে যাওয়ার আগেই লিটন-সোহানকে পূর্ণ ফিট পাওয়ার আশা করছেন হাবিবুল। সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘এখন পর্যন্ত আমি জানি, লিটন সুস্থ আছে। যদিও ওর একটা ফিটনেস টেস্ট বাকি আছে। কিন্তু ওকে দেখে, ওর সাথে কথা বলে মনে হয়েছে, সে সুস্থ আছে। বিশ্বকাপ ও নিউজিল্যান্ড ট্যুরের আগে ও ঠিক হয়ে যাবে। সোহানেরও অতটা কনসার্ন নেই, সেও সুস্থ আছে। যদিও সার্জারি হলে একটু পেইন থাকে, তবে সেটা কনসার্ন নয়। আমার মনে হয়, লিটন ও সোহানকে নিয়ে বড় কোনো কনসার্ন নেই।’

ইয়াসির আলী রাব্বিও ফিটনেস টেস্ট দিয়েছেন। তাকেও নিউজিল্যান্ডে ফিট অবস্থায় পাওয়া যাবে।

You May Also Like