
আগামী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম। তার সেই পরিকল্পনায় রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের পরিকল্পনা অনুযায়ীআগামী ১২ সেপ্টেম্বর থেকে মিরপুরের শুরু হবে বিশেষ প্রস্তুতি ক্যাম্প। ইতিমধ্যেই এই ক্যাম্পের জন্য জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে নির্বাচকরা।





সেই সাথে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য একটি দল ও তৈরি করেছে তারা। শুধুমাত্র এখন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম এবং অধিনায়ক সাকিবের সিদ্ধান্তের উপর ঝুলে আছে সেই দল।





১২ থেকে ১৪- এই তিনদিন ম্যাচের মহড়া অনুশীলনে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করবেন শ্রীরাম। টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া শ্রীরামের ক্যাম্পে জাতীয় দলের সবাই থাকছেন। এইচপির খেলোয়াড়দের পাশাপাশি সৌম্য সরকার,
মোহাম্মদ মিঠুনরাও থাকবেন নতুন কোচের পরীক্ষা কেন্দ্রে। ৩০ থেকে ৩১ ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হবে বলে জানিয়েছে বিসিবি।