বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে প্রচুর মাছ, অভিনব কায়দায় ধরছে যুবকরা ভিডিও তুমুল ভাইড়াল..

khelaprotidin.com 2022 08 01T020011.198 740x414 1

বর্ষাকালে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে গ্রামাঞ্চলে মাছ ধরার হিরিক পড়ে যায়। কে কত বেশি মাছ ধরতে পারবে, কে কত দ্রুত মাছ ধরতে পারবে এ নিয়ে রীতিমতো যেন উৎসব শুরু হয়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বর্ষার পানি বাড়ার সাথে সাথে পানি থেকে মাছ উঠে আসার দৃশ্য আমরা প্রায়ই দেখে থাকি। বৃষ্টি হলে কিংবা বজ্রপাতের সময় এই দৃশ্য আরও বেশি করে দেখা যায়। অল্প পানি থেকে মাছ উঠে পানির স্রোতের টানে অন্য নতুন জলাশয়ে যাচ্ছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

একে বলে মাছের ‘উজানো’। আর বর্ষার সময় কৈ মাছের উজানো আমাদের সকলের পরিচিত এক দৃশ্য। কিন্তু কেন কৈ মাছ পানি থেকে উঠে আসে? অন্যান্য মাছ পানির সাথে ভেসে আসলেও কৈ মাছ কেন মাটির উপর উঠে আসে?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কৈ মাছের পানি থেকে মাটির উপর উঠে আসা বিষয়টি জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ট্যাক্সিস টার্ম সম্পর্কে। ট্যাক্সিস টার্ম হলো প্রাণির দিকমুখিতা। প্রাণি প্রায়শই শব্দ, চাপ, তাপ কিংবা আলো এমন নানা বিষয়ে সাড়া দিয়ে বিভিন্ন পরিবেশের দিকে ছুটে চলে। প্রাকৃতিক উদ্দীপনায় এমন সাড়া দিয়ে প্রাণির ছুটে চলাকে বলে পজেটিভ ট্যাক্সিস। আর পজেটিভ ট্যাক্সিসের একটি ভাগ হলে রিও ট্যাক্সিস, যেখানে প্রাণি স্রোতের টানে চলে যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

You May Also Like