গোপন তথ্য ফাঁস; কপাল পুরছে রোহিতের নেতৃত্ব পেতে যাচ্ছে এই তরুণ ক্রিকেটার

খেলা চলাকালীন রোহিত শর্মা সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে যে অভদ্র আচরণ করেছেন, সেটাও ভারতীয় ক্রিকেট সমর্থকেরা একেবারে ভালোভাবে মেনে নিতে পারেননি। ভারত বনাম

পাকিস্তান ম্যাচে যখন আর্শদীপ বহু সমালোচিত ক্যাচটি মিস করেছিলেন, তখন রোহিত তাঁর উপরে চিৎকার করে ওঠেন। পাশাপাশি ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন আরও একটা ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে।

ইতিমধ্যেই ২০২২ এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। গত মঙ্গলবার সুপার ফোর রাউন্ডের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ৬ উইকেটে পরাজয়ের পরেই টিম ইন্ডিয়ার বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল।

আর বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান জিততেই ভারতের কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে যায়। এই বিদায়ের পরেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সমর্থকদের রোষানলে পড়েন। কারণ বেশ কয়েকটা কঠিন সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়েছেন। তারমধ্যে প্রধান ব্যর্থতা হল ভারতীয় ক্রিকেট দলের টিম সিলেকশন। এই দলের পেস বোলিং ডিপার্টমেন্টে অভিজ্ঞতার যথেষ্ট অভাব ছিল।

ফ্যানেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টিম সিলেকশনে ব্যর্থতার পাশাপাশি ম্যাচ চলাকালীন সঠিক সিদ্ধান্ত গ্রহণেও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ঋষভ পন্থকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত ছিল কি না, তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কারণ দীনেশ কার্তিক ইতিমধ্যেই নিজেকে ‘ম্যাচ উইনার’ হিসেবে প্রমাণ করে ফেলেছেন।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের মতে রোহিত শর্মার আরও একটি ‘খারাপ’ সিদ্ধান্ত হল, কেএল রাহুলকে একের পর এক ম্যাচে দলের ওপেনার হিসেবে সুযোগ দেওয়া। রাহুল যে একেবারে অফ ফর্মে রয়েছেন, সেটা কেউ ক্রিকেট খেলার না বুঝলেও বলে দিতে পারবেন। সেই জায়গায় প্রত্যেকটা ম্যাচে রাহুল শ্লথ গতিতে শুরু করলেও তাঁর উপরে আস্থা রেখে গিয়েছেন রোহিত।

বিতর্ক রয়েছে ভারতীয় ব্যাটিং ব্রিগেডের ৩ নম্বর জায়গাটা নিয়েও। সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, এই তিন নম্বর জায়গাটা সূর্যকুমার যাদবকে দিয়ে ঈশান কিষানকে দিয়ে ওপেন করানো যেতে পারে। আর কোহলি ব্যাট করতে আসবেন ৪ নম্বরে। এ তো গেল ক্রিকেটীয় ব্যাপার-স্যাপার। অন্যদিকে খেলা চলাকালীন রোহিত শর্মা সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে যে অভদ্র আচরণ করেছেন, সেটাও ভারতীয় ক্রিকেট সমর্থকেরা একেবারে ভালোভাবে মেনে নিতে পারেননি।

ভারত বনাম পাকিস্তান ম্যাচে যখন আর্শদীপ বহু সমালোচিত ক্যাচটি মিস করেছিলেন, তখন রোহিত তাঁর উপরে চিৎকার করে ওঠেন। পাশাপাশি ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন আরও একটা ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আর্শদীপ তাঁকে কিছু একটা বলতে এলে রোহিত তা অগ্রাহ্য করে অন্যদিকে চলে যান।

এরপরই ভারতীয় ক্রিকেট সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে স্যাক রোহিত ট্রেন্ড করতে শুরু করে দেন। অর্থাৎ রোহিত শর্মাকে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরানো হোক। দলের এমন বাজে পারফর্মেন্সে এবং সতীর্থদের সাথ খারাপ ব্যাবহারের জেরে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এমতও অবস্থায় দলের দায়িত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া অথবা কে এল রাহুল।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি এশিয়া কাপে ভারত ম্যাচ হারলেও, সাংবাদিক বৈঠকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করলেন রোহিত শর্মা। তাঁর আশা, পরের মাস থেকে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করবে।

রোহিতের কথায়, দু-একটা ম্যাচে পরাজয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা করার কোনও কারণ নেই। তবে একথাও সত্যি যে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। রোহিত বললেন, ‘এই পরাজয়ে এত চিন্তা করার কোনও কারণ নেই।

কারণ আমরা মাত্র দুটো ম্যাচই পরপর হেরেছি। আর গত বছর বিশ্বকাপের পর থেকে আমরা খুবই কম সংখ্যক ম্যাচে পরাস্ত হয়েছি। এই ম্যাচগুলো আমাদের শিক্ষা দেয়। আমরা এশিয়া কাপে যথেষ্ট চাপের মধ্যে ছিলাম। আপাতত আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি।’

You May Also Like