প্রশংসার জোয়ারে ভাসছেন কোহলি; ৫৩ বলে প্রথম টি-২০ আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি দুবাইতে এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোর ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে তিন অঙ্কে পৌঁছে আন্তর্জাতিক সেঞ্চুরির খরার অবসান ঘটিয়েছেন।

কোহলি মহাদেশীয় টুর্নামেন্টের জন্য জাতীয় দলে ফিরে আসার পর থেকে তাঁর দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা আফগানদের বিরুদ্ধেও বজায় রেখে ৫৩ বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন। সেঞ্চুরি করার আগে কোহলি চলতি এশিয়া কাপে দুটি অর্ধশতকও করেছিলেন (হংকংয়ের বিরুদ্ধে ৫৯* এবং পাকিস্তানের বিরুদ্ধে ৬০)।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির শেষ সেঞ্চুরি এসেছিল ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। গত মাসে তাঁর সেঞ্চুরির খরার হাজার দিন পূরণ হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটি ছিল কোহলির ৭১তম আন্তর্জাতিক শতক। এখন তিনি আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তী রিকি পন্টিংয়ের সমান। কেবল সচিন তেন্ডুলকার (১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি) এখন প্রাক্তন ভারতীয় অধিনায়কের চেয়ে এগিয়ে রয়েছেন।

যে কোন ভারতীয়র মধ্যে সর্বোচ্চ টি-২০ আন্তর্জাতিক স্কোর করেছেন কোহলি
এদিকে, ৩৩ বছর বয়সী ইনিংসের শেষ অবধি অপরাজিত ছিলেন এবং ৬১ বলে ১২২ রান করেছেন ১২টি চার ও ছটি ছক্কার সাহায্যে।

উল্লেখ্য, কোহলির ১২২ নট আউট ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ স্কোর। এর আগে রোহিত শর্মা ৪৩ বলে ১১৮ রান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭তে।

ম্যাচের প্রসঙ্গে, আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। যেহেতু উভয় দলই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে,

ম্যাচের ফলাফলের কোন প্রভাব টুর্নামেন্টের ফাইনালিস্ট নির্ধারণের উপর পড়বে। কেএল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করতে কোহলি নির্ভয়ে খেলেছেন। দুজনের মধ্যে ১২.৪ ওভারে ১১৯ রানের পার্টনারশিপ হয়। রাহুল ৪১ বলে ৬২ রান করে আউট হয়ে গেলেও কোহলি আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এবং ভারতকে তাদের নির্ধারিত ২০ ওভারে ২১২/২ তুলতে সাহায্য করেন।

You May Also Like