টি২০ বিশ্বকাপে আগে দুই প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা; প্রতিপক্ষ ও সূচি প্রকাশ

অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ৮ দল সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর বাকি চার দল নিশ্চিত হবে বাছাপর্ব থেকে। মূল আসরের আগে এই ৮ দল ২ টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে৷ যার প্রতিপক্ষ ও ম্যাচের সূচি আজ প্রকাশ করেছে আইসিসি।

সূচি অনুযায়ী সুপার টুয়েলভের আগে ১৭ ও ১৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। দুই দিন পর একই মাঠে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই তারা খেলবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলো ১৭ ও ১৯ অক্টোবর প্রস্তুতি ম্যাচ খেলবে। আর প্রথম রাউন্ডের দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে ১০ থেকে ১৩ অক্টোবর।

ভিক্টোরিয়ায় শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে ১৬ অক্টোবর মূল পর্ব শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, প্রতিপক্ষ প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল, যেখানে আছে নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা ও আমিরাত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর সূচি:-
১০ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজ বনাম সংযুক্ত আরব আমিরাত
১০ অক্টোবর – নেদারল্যান্ডস বনাম স্কটল্যান্ড
১০ অক্টোবর – শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে

১১ অক্টোবর – নামিবিয়া বনাম আয়ারল্যান্ড
১২ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস
১৩ অক্টোবর – জিম্বাবুয়ে বনাম নামিবিয়া
১৩ অক্টোবর – শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড

১৩ অক্টোবর – স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত
১৭ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম ভারত
১৭ অক্টোবর – ইংল্যান্ড বনাম পাকিস্তান
১৭ অক্টোবর – বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৯ অক্টোবর – আফগানিস্তান বনাম পাকিস্তান
১৯ অক্টোবর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
১৯ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম ভারত

You May Also Like