সেঞ্চুরিখরা কেটেছে বিরাট কোহলির। দীর্ঘদিন পর দেশের জার্সিতে শতক পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কোহলি।





দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় ভারত। বিরাট কোহলি আর লোকেশ রাহুল মিলে তুলেন ১১৯ রান। রাহুল আউট হন ফরিদ খানের বল কাউ কর্নারে খেলতে গিয়ে।





তার ক্যাচটি ধরেন নাজিবউল্লাহ জাদরান। ৪১ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান করেন ভারত ওপেনার। ফাইনলেগে নান্দনিক শট দিয়ে ইনিংস শুরু করা সূর্যকুমার ফিরে যান পরের বলেই। এক ওভারে ১৪ রান দিলেও ২ উইকেট নিয়ে আফগানিস্তানকে আশার আলো দেখান ফরিদ।





২ উইকেট পড়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার রানের চাকার গতি কিছুটা কমে। তবে দ্রুতই তা পুষিয়ে নেন বিরাট কোহলি। আফগান বোলারদের পিটিয়ে সেঞ্চুরিখরা কাটানোর দিকে এগোতে থাকেন তিনি। অতপর ৫৩ বলে ১১ চার ও ৪ ছয়ে শতক হাঁকান সময়ের সেরা তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরিসংখ্যা এখন ৭১টি।