
এবার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসবোলার আল-আমিন হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে পারিবারিক সহিংসতা আইনে মামলা করেছেন তার স্ত্রী।





বুধবার (৭ অক্টোবর) ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। এর আগে আল-আমিনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেছিলেন তিনি।





ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন বাদীর জবানবন্দি গ্রহণের পর, আসামি আল-আমিনকে আগামী ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নোটিশ জারি করেছেন।
একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবি করে এ মামলা করেছেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান।
মামলার আর্জিতে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।





তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে কেজিতে পড়ালেখা করছে।
বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ প্রদান করেন না এবং খোঁজও না নিয়ে এড়িয়ে চলছেন। যোগাযোগও করেন না।
আরও বলা হয়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন।





ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলো-পাথাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।