khelaprotidin.com 2022 08 26T032536.286

খেলতে খেলতে ক্রিকেট মাঠেই মারা গেলেন ক্রিকেটার

ক্রিকেট মাঠে আবারো হৃদয়বিদারক এক ঘটনার সাক্ষী হলো ভারতের ক্রিকেট। বুকে বলের আঘাতে ক্রিকেট মাঠেই প্রাণ হারিয়েছেন ভারতের এক বাঙালি ক্রিকেটার। চিকিৎসকদের শত চেষ্টাতেও তাকে আর বাঁচানো গেলো না। হিউজের মতোই চিরদিনের জন্য অপরাজিতই রইলেন হাবিব।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দিল্লিতে ক্রিকেট খেলতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবিব মণ্ডল। ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষ পেসারের একটা বল এসে লাগে হাবিবের বুকের বাঁ-পাশে।

সঙ্গে সঙ্গে পিচের ওপর লুটিয়ে পড়েন তিনি। জ্ঞান হারান মাঠেই। হাসপাতালে নেয়ার কিছু পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জানা গেছে, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বনগাঁর বাংলাদেশ সীমান্তঘেষা পেট্রোপোলের বাসিন্দা হাবিব ১৫ আগস্ট দিল্লি গিয়েছিলেন। সেখানে পাঁচটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে প্রথম ম্যাচেই এমন ভয়ঙ্কর দুর্ঘটনায় ক্রিকেট থেকে চিরদিনের মতো বিদায় নিতে হল তাকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দক্ষ ব্যাটার হিসেবে নিজ অঞ্চলে বেশ খ্যাতি ছিল হাবিব মণ্ডলের। প্রচণ্ড ক্রিকেট পাগল ছিলেন।

এ ঘটনায় হাবিবের স্ত্রী নীলিমা মণ্ডল বলেন, খেলতে খুব ভালোবাসত হাবিব। বলতো, খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক। সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর।