হঠাৎ পুকুরে ভেসে উঠল বড় মাছ, খুদে দুই ভাই মিলে দারুন কায়দায় মাছটি ধরল, ভাইরাল ভিডিও..

khelaprotidin.com 2022 08 21T011334.970
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

হঠাৎ পুকুরে ভেসে উঠল প্রকান্ড বড় মাছ, খুদে দুই ভাই মিলে পুকুর থেকে দারুন কায়দায় মাছটি ধরল, ভাইরাল ভিডিও। মাছ ধরার মতো এত সুন্দর একটি শখ আর কোন কিছু হতে পারে না। ছোট বেলায় আমরা অনেকেই মাছ ধরার প্রতি্যোগিতা করেছি। মাছ ধরার যে আনন্দ তা আর অন্য কোথাও নেই। তবে মাছ কেবল মাত্র আনন্দ জন্য ই ধরা হয় না কেও কেও আবার এই মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। আর যারা মাছ ধরা টাকে পেশা হিসেবে গ্রহণ করে তাদের আমরা জেলে নামে চিনি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তারা বিভিন্ন কৌশলে মাছ ধরে তা বাজারে বিক্রি করে বলেই আমরা মাছ খেতে পারি। মাছের মধে রয়েছে অনেক পুষ্টি যা আমাদের দেহের বিভিন্ন ঘাতি পুরনে সহায়তা করে। মাছ ধরার জন্য কিছু কৌশল বা পদ্ধতি রয়েছে। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সহজেই অনেক মাছ ধরা সম্ভব।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মাছ ধরার কৌশলগুলির মধ্যে হ্যান্ড-সংগ্রহ, স্পিয়ারফিশিং, জাল, অ্যাংলিং এবং ট্র্যাপিং অন্তর্ভুক্ত রয়েছে। বিনোদনমূলক, বাণিজ্যিক এবং শিল্পকলার ফিশাররা বিভিন্ন কৌশল এবং কখনও কখনও একই কৌশল ব্যবহার করে। বিনোদনমূলক মাছ ধরা হয় আনন্দ এবং খেলাধুলার জন্য, তবে বাণিজ্যিক মৎস্যজীবীরা মুনাফার জন্য মাছ ধরেন।
শিল্পের ফিশাররা উন্নয়নশীল দেশগুলিতে টিকে থাকার জন্য এবং অন্যান্য দেশে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে প্রচলিত, স্বল্প প্রযুক্তি পদ্ধতি ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে, বিনোদনমূলক ফিশাররা অ্যাংলিং পদ্ধতি ব্যবহার করে এবং বাণিজ্যিক ফিশাররা জাল পদ্ধতি ব্যবহার করে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মাছ ধরার বিভিন্ন কৌশল এবং মাইগ্রেশন, চারণ ও বাসস্থান সহ তাদের আচরণ সম্পর্কে জ্ঞানের মধ্যে একটি জটিল লিঙ্ক রয়েছে। মাছ ধরার কৌশলগুলির কার্যকর ব্যবহার প্রায়শই এই অতিরিক্ত জ্ঞানের উপর নির্ভর করে। কোন কৌশলগুলি উপযুক্ত তা মূলত লক্ষ্য প্রজাতি এবং এর আবাসস্থল দ্বারা নির্ধারিত হয়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ফিশিং কৌশলগুলি ফিশিং ট্যাকল এর সাথে বিপরীতে দেখা যায়। ফিশিং ট্যাকল বলতে বোঝায় শারীরিক সরঞ্জামগুলি যা মাছ ধরার সময় ব্যবহৃত হয়, অন্যদিকে মাছ ধরার কৌশল গুলো মাছ ধরার সময় যে পদ্ধতিতে ট্যাকল ব্যবহৃত হয় তা বোঝায়।

তবে সাম্প্রতিক একটা ভিডিও বিপুল পরিমাণ ভাইরাল হয়েছে ইউটিউবে। যাতে দেখা যাচ্ছে একটি কিশোর বালক ও একটি শিশু মিলে নতুন একটি স্টাইলে খুব সহজে মাছ ধরছে। যা প্রায় সবাইকে ই তাক লাগিয়ে দিয়েছে। খুদে দুই ভাই মিলে দারুন কায়দায় মাছ ধরার ভিডিও মুহুর্তে সবার মন কেরে নিয়েছে। আপনিও চাইলে দেখতে পারেন সেই ভাইরাল ভিডিও যা নিচে দেয়া হলো।
https://youtu.be/1lxRMjCQRPk

You May Also Like