
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিস ম্যান এবং এমওডিসি (নৌবাহিনী) পদে A-2023 ব্যাচে ভর্তি নেওয়া হবে। তরুণদের জীবন গঠন ও দেশের সেবা করার সুবর্ণ সুযোগ! আপনিও এই সুযোগটি নিন। বিভিন্ন পদে আবেদনের জন্য বিস্তারিত দেখুন:
সীম্যান এবং MODC (নৌবাহিনী) ভর্তি A-2023 ব্যাচ নিয়োগ 2022
শিক্ষাগত যোগ্যতা
DE/UC (Seaman, Communication & Technical): বিজ্ঞান বিভাগ থেকে SSC/সমমান/ভোকেশনাল পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ 3.50 থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত এবং বিএন ডকইয়ার্ড সমবায় সমিতি কারিগরি ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
মেডিকেল: জীববিজ্ঞান সহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ 3.50 থাকতে হবে।
প্যাট্রোলম্যান, লেখক, স্টোর এবং MODC (নৌবাহিনী): ন্যূনতম জিপিএ 3.00 সহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারেন।
স্টুয়ার্ড এবং কুক: ন্যূনতম GPA 2.50 সহ SSC/সমমান/ভোকেশনাল পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
TOPAS: শুধুমাত্র 8 তম পাস এই পদের জন্য আবেদন করতে পারেন।
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
শারীরিক যোগ্যতা: সীম্যান এবং এমওডিসি (নৌবাহিনী) পদের জন্য প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি (5’-6”) হতে হবে। এছাড়া প্যাট্রোলম্যান শাখার জন্য পাঁচ ফুট আট ইঞ্চি (5′-8″) এবং অন্যান্য শাখার জন্য পাঁচ ফুট চার ইঞ্চি (5′-4″) উচ্চতার আবেদন করা যেতে পারে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক হতে হবে (পুরুষ 30 ইঞ্চি এবং স্ফীত 32 ইঞ্চি)। এ ছাড়া দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন নির্ধারণ করতে হবে।
অন্যান্য যোগ্যতা: 01 জানুয়ারী 2023 তারিখে প্রার্থীদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে সমুদ্রযাত্রী হতে হবে। তবে MODC (নৌ) পদের জন্য বয়স সীমা 17 থেকে 22 বছর। শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরা পদগুলির জন্য আবেদনের যোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লিখিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানার (www.joinnavy.mil.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়
আবেদনের শেষ তারিখ: 05 সেপ্টেম্বর 2022
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানার জন্য নীচের চিট শীট দেখুন:
Google Search Keywords:
সাপ্তাহিক চাকরির খবর,
সরকারি চাকরির খবর ২০২২,
সাপ্তাহিক চাকরির খবর 2022,
আজকের চাকরির খবর,
সরকারি চাকরির খবর,
বেসরকারি চাকরির খবর,
সরকারি চাকরির খবর ২০২২,
প্রথম আলো চাকরির খবর,
সাপ্তাহিক চাকরির খবর ২০২২,