তামিম ইকবাল অবসর নেওয়ার টি-টোয়েন্টির ওপেনিং নিয়ে দুশ্চিন্তা ছিল আগে থেকেই। তার ওপর চোট পেয়েছেন লিটন দাস। অপর প্রান্তে বেশ কয়েকজনকে পরখ করে দেখা হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি কেউ।





নাঈম শেখ রান এনে দিলেও তার ব্যাটিংয়ে ছিল না টি-টোয়েন্টির ঝাঁজ। বিপিএল-ডিপিএলে ঝড় তোলা মুনিম শাহরিয়ার ৫ ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন। এশিয়া কাপের স্কোয়াডে এনামুল হক বিজয়ের সাথে ওপেনার হিসেবে আছেন শুধু পারভেজ হোসেন ইমন, যিনি দলের সর্বশেষ ম্যাচে সদ্য অভিষিক্ত।





ওপেনিং জুটি নিয়ে এশিয়া কাপের আগে যখন দুর্ভাবনা বাড়ছে, তখন বিসিবি সভাপতির নাজমুল হাসান পাপন স্বস্তি পাচ্ছেন বিজয়ের উপস্থিতিতে। ওয়ানডেতে রান করে জাতীয় দলে জায়গা করে নেওয়া বিজয় দুটি সিরিজ খেলেছেন, যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে তিনিই এখন ওপেনিংয়ের সবচেয়ে বড় ভরসা।





পাপন বলেন, ‘তামিম নেই, লিটন নেই। কপাল ভালো বিজয়কে কয়েক মাস আগে যুক্ত করা হয়েছিল, এখন ও অন্তত আছে। আরও কয়েকজনকে দিয়েও তো চেষ্টা করেছি… মুনিম কয়েকটা ম্যাচ এবং ইমন একটা ম্যাচ। কিন্তু যথেষ্ট নয়। ওদেরকে আরও সময় দিতে হবে।’





টিম ম্যানেজমেন্ট মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান এমনকি অধিনায়ক সাকিব আল হাসানকেও রেখেছে ওপেনিংয়ের ভাবনায়। প্রথম ম্যাচে ইমনের খেলার সম্ভাবনা কম। বিজয়ের সাথে এই ম্যাচে ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।





পাপন অবশ্য সব সিদ্ধান্তই ছাড়ছেন টি-টোয়েন্টির নবনিযুক্ত অধিনায়ক সাকিবের ওপর। তিনি বলেন, ‘ইমন আসতে পারে ওপেনিংয়ে। ইমন না আসলে কে আসতে পারে? অনেকের নাম শুনেছি। শেখ মেহেদী, মিরাজ, মুশফিক আছে। তবে কোথায় খেলা হচ্ছে আর প্রতিপক্ষ কে, কেমন বল করতে পারে এসব বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত অধিনায়ক নেবে। অধিনায়ক চাইলে নিজেও ওপেন করতে পারে।’