khelaprotidin.com 2022 08 15T235249.333

অবাক করা এক স্বর্ণের পাহাড়, যেখানে পাথর সরালেই মিলে স্বর্ণের খন্ড, এমন এক পাহাড়ের ভিডিও তুমুল ভাইরাল..

সুদূর কঙ্গোয় খোঁজ মিলেছে এক স্বর্ণের পাহাড়। সে পাহাড়ের মধ্যেই নাকি রয়েছে স্বর্ণের উপাদান। তাই ওই পাহাড় খুঁড়ে স্বর্ণে নিতে মেতেছে শতশত কঙ্গোবাসী।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আসলেই কী কঙ্গোর সেই পাহাড়ে স্বর্ণ রয়েছে? ওই পাহাড়ের পাথুরে মাটিতে নাকি প্রায় ৬০ থেকে ৯০ শতাংশই আকরিক স্বর্ণে। এমনটাই দাবি উঠেছে কঙ্গোর এক পাহাড় ঘিরে। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে রয়েছে সে পাহাড়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

লুহিহি এলাকায় ওই পাহাড়ের কথা জানা গিয়েছিল ফেব্রুয়ারির শেষ দিকে। স্বর্ণের খোঁজে সকলে এমনই মাতোয়ারা যে লুহিহির ওই গ্রাম ঘিরে পা রাখাই দায় হয়ে উঠেছে। ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
বেগতিক দেখে গত সোমবার থেকে ওই এলাকায় খননকাজ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ভিডিয়োতে দেখা গেছে, ওই পাহাড় ঘিরে ভিড়ে একাকার। গাঁইতি-শাবল-বেলচা দিয়ে লুহিহির পাহাড়ের পাথুরে মাটি খুঁড়ে স্বর্ণ খুঁজছেন গ্রামবাসীরা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অনেকে তো খালি হাতেই পাহাড়ের মাটি সংগ্রহ করতে লেগেছেন। এর পর সেই মাটি তুলে নিয়ে গিয়ে তাতে স্বর্ণ খুঁজছেন। একজনকে দেখা গিয়েছে, নিজের টি-শার্ট উল্টে তাতে মাটি ভরে নিয়ে যাচ্ছেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন.
স্বর্ণের খোঁজে সকলেই পাহাড়ের মাটি তুলে নিয়ে যাচ্ছেন। অবস্থা এমনই যে ওই পাহাড়ের গায়ে আস্ত একটা খাদের সমান গর্তই হয়ে গিয়েছে। এবিপি।

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে। ভাইরাল ভিডিওটি টি আপনারা নিচে গেলেই দেখতে পাবেন।