khelaprotidin.com 2022 08 15T234334.780

যে মাছের দাঁত মানুষের মতো চমকে গেছেন নেটিজেনরা..

ঠিক মানুষের মতো উপরের পাটিতে এক সারি আর নিচের পাটিতে এক সারি দাঁত রয়েছে মাছটির। সম্প্রতি এমন মাছ ধরা পড়েছে এক মার্কিন ব্যক্তির জালে। অবিকল মা

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নুষের মতো দাঁতের ওই মাছের ছবি দেখে চমকে গেছেন নেটিজেনরা।

জেনেটস পিয়ার নামে একব্যক্তি ফেসবুকে ওই মাছের ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারেলিনার নাথন মার্টিন ওই মাছটি ধরেন। নর্থ ক্যারেলিনার সমুদ্রে শিপশিড প্রজাতির ওই মাছ পাওয়া যায়। গায়ে সাদা-কালো দাগ থাকায় কনভিক্ট নামেও ডাকা হয় এই প্রজাতির মাছকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিজ্ঞনীরা জানান, মানুষের মতোই সর্বভুক এই প্রজাতির মাছ। এই প্রজাতির মাছের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজি পর্যন্ত হতে পারে। এই প্রজাতির মাছ সামনের সারির বড় আকারের দাঁতগুলো শামুক, ঝিনুকের খোলস ভাঙার কাজে ব্যবহার করে বলে জানিয়েছেন বিজ্ঞনীরা।