
এশিয়া কাপের স্কোয়াড ও বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সাথে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে দেশের ক্রিকেট বেশ সরব কয়েক দিন ধরে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সহ বোর্ড কর্তাদের সাথে বৈঠক শেষে সেসবের হালনাগাদ তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।





এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে আগামীকাল (১২ আগস্ট) কিংবা বড়জোর তার পরদিন (১৩ আগস্ট)। আর সাকিব ইস্যুতে বিসিবি আছে শক্ত অবস্থানে। সাকিব বেটউইনার নিউজ পোর্টালের সাথে চুক্তি ছিন্ন না করলে তাকে দলে না রাখার হুমকিও দিয়ে রেখেছেন বিসিবি বস।





আজ (১১ আগস্ট) দুপুরে বিসিবি সভাপতির ধানমন্ডিস্থ বেক্সিমকো কার্যালয়ে বৈঠকে বসেন বোর্ড কর্তারা। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বোর্ড পরিচালকও।
বৈঠক শেষে সাকিব ইস্যুতে সংবাদ মাধ্যমে পাপন বলেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই। বিসিবি প্রথম দিকের মতো অটলই আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। কোনভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক। যে কারণে আশরাফুলের মতো খেলোয়াড়কে আমাদের বাদ দিতে হয়েছে।’ ‘সুতরাং এখানে কোনো সুযোগ নেই। আমরা একটা চিঠি দিয়েছি, উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দিবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।’ সাকিব যদি চুক্তি থেকে নিজেকে না সরায় সে ক্ষেত্রে বোর্ডের অবস্থান কি হবে?





এমন প্রশ্নের জবাবে পাপন যোগ করেন, ‘কোন প্রকার সম্পৃক্ততা থাকা সম্ভব না। সম্পূর্ণ ওটা থেকে বের হয়ে আসতে হবে। না হলে সে আমাদের স্কোয়াডে…দলেই থাকবে না, অধিনায়কত্ব তো পরের ধাপ। দলের থাকারই সুযোগ নাই। এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নাই। এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া। আর এ ব্যাপারে আমরা বেশ পরিষ্কার।’
এদিকে এশিয়া কাপের দল প্রসঙ্গে তিনি বলেন, ‘দলটা আমরা খুব সম্ভব আগামীকাল দিয়ে দিব বা সর্বোচ্চ পরশু দিন। আগামীকালকেই দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। দৃশ্যটা কেমন হতে পারে সেসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে।’





‘এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে তামিম টি-টোয়েন্টি খেলছে না। লিটন দাস, সোহান ও রাব্বি তিনজনই ইনজুরিতে। সুতরাং তিনজনই নেই আমাদের স্কোয়াডে। দলটা গুছানোই ছিল মূল ইস্যু।’
এশিয়া কাপের স্কোয়াড দেওয়ার কথা ছিল ৮ আগস্ট। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরির কারণে তিনদিন সময় বাড়িয়ে নেয় বিসিবি। তবে ক্রিকেটারদের চোট ছাড়াও দল ঘোষণায় জটিলতা সৃষ্টি করেছে সাকিবের বিতর্কিত চুক্তি।





বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনারনিউজ পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব। কিন্তু দেশের আইন ও সামাজিকভাবে বেটিং নিষিদ্ধ বলে সাকিবকে এখান থেকে সরে আসতে বলেছে বিসিবি। এদিকে সাকিবের যুক্তি সরাসরি বেটিং সাইট নয় তিনি চুক্তি করেছেন তাদের অঙ্গ প্রতিষ্ঠানের সাথে, ফলে দেখছেন না বেআইনি কিছু। তাই চুক্তি ছিন্ন করার ব্যাপারেও আগ্রহী নন টাইগার অলরাউন্ডার। এ নিয়েই বিসিবি-সাকিব জটিলতা।