সবাইকে অবাক করে সৌম্য-সাব্বির সহ নতুন চমক দিয়ে এশিয়া কাপের বাংলাদেশের দল ঘোষণা

BAN Asia Cup 2022 Squad

এশিয়া কাপের আর বাকি আছে মাত্র ১৯ দিন। এবারের আসরটা শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেশটির চলমান সংকটের কারণে তা আর হচ্ছে না। এবারের এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরটা বসবে সংযুক্ত আরব আমিরাতে।কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।
এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানায়, এ বছরের এশিয়া কাপ আয়োজন করতে পারছে না লঙ্কানরা। দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই যে এই অপারগতা, তা বলাই বাহুল্য।

Asia Cup 2022 Bangladesh Squad

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২০২২ এশিয়া কাপ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার ১৫তম সংস্করণ হবে। খেলাগুলো টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালের (টি২০) সংস্করণে অনুষ্ঠিত হবে।অপরদিকে পাকিস্তান ২০২৩ এশিয়া কাপ আয়োজন করবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতার পর জিমবাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নতুন কিছু করার চিন্তা ভাবনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নিয়মিত অধিনায়ক বিশ্রামে দিয়ে নতুন করে টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিসিবি। কিন্তু তাতে ফল পায়নি বাংলাদেশ। বড় অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশের পরবর্তী মিশন এশিয়া কাপ। যেখানে পরীক্ষা-নিরীক্ষার কোন সুযোগ থাকবে না বিসিবির কাছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তাই আবারও সিনিয়র ক্রিকেটারদের দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে। সেইসাথে বাংলাদেশ দলের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইনজুরি। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ ইনজুরিতে এশিয়া কাপ অনিশ্চিত দলের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান লিটন দাসের। গুরুত্বপূর্ণ দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনজুরির কারনে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মুশফিকুর রহিম। তবে এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চমক হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকার। এই দুই পরীক্ষিত ব্যাটসম্যানের জন্য আবারো খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলতে হবে এই দুই ব্যাটসম্যানকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জাতীয় দল সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, “এশিয়া কাপে সেরা দলটাই পাঠাতে হবে। সোহান চোটে পড়ায় মুশফিকের সুযোগ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে মুনিম শাহরিয়ার ভালো খেলেনি। সেক্ষেত্রে একজন ওপেনারও লাগবে। বড় ইভেন্ট পরীক্ষিত খেলোয়াড়দেরই নিতে হবে। উইন্ডিজে সৌম্য ও সাব্বির রান করলে টি২০ দলে নেওয়ার চিন্তাভাবনা আছে। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়ের ওপর।”

সামনে টি২০ বিশ্বকাপ তাই বাংলাদেশ চাইবে অতি শক্তিশালি একটি টিম নিয়ে তাদের একাদম সাজাতে চাইবে।দেখেনিন ১৫ সদস্যের দল

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব আল হাসান[অধিনায়ক] ,মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন,মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম,

You May Also Like