টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হতে পারে কোন ক্রিকেটাররা চুরান্ত সিদ্ধান্ত জানালো বিসিবি

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হতে পারে কোন ক্রিকেটাররা চুরান্ত সিদ্ধান্ত জানালো বিসিবি

সামনেই এশিয়া কাপ, তার পরপরই বিশ্বকাপ। অথচ এখনো চূড়ান্ত নয় কে দেবে নেতৃত্ব! বোর্ড সভাপতির কথায় ভাবনায় আছে তিন ক্রিকেটার, “আগে লিটন ,

এরপর সোহানের নাম এসেছে। অনেকেই বলছে সোহান ভালো করবে। একজন অধিনায়ক হলে আরেকজন সহ-অধিনায়ক হবে। আমাদের সবার সাথে বসতে হবে।

কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। আপনারা শীঘ্রই জানতে পারবেন। সাকিব হচ্ছে কি হচ্ছে না, এটা এখনই আমি জানাব না।” সোহান ইনজুরিতে,

লিটন টেস্টে সহ-অধিনায়ক হওয়াতে তাকে অধিনায়ক করা হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। রিয়াদ ইতোমধ্যেই খেলেছেন মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে,

রিয়াদ যে তাই অধিনায়কত্ব করছেন না তা অনুমান করাই যায়। তাহলে কি সাকিবই হচ্ছেন অধিনায়ক? সঠিক উত্তর জানতে ধৈর্য ধরতে হবে।সূত্রঃ অলরাউন্ডার

You May Also Like