
নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নৃত্য প্রদর্শনী দেখলে মানুষ তার যোগাযোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে তুলনা করে। কেননা নৃত্য এবং ভাষা কাজ করে একসূত্রে।
নৃত্যের বিবর্তনকে চার ভাগে আলোচনা করা যেতে পারে : প্রাচীন বাঙলার নাট্য ও সাহিত্যে নৃত্য প্রসঙ্গ, মধ্যযুগে বাংলার নৃত্য, উপনিবেশিক সময় এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নৃত্যচর্চা।





প্রাচীন মানুষের ছেড়ে যাওয়া বিভিন্ন বস্তু নিদর্শনের মতো নৃত্যকলার তেমন কোন বস্তু না পাওয়া গেলেও নৃত্যকলা প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যের প্রমাণ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রগৈতিহাসিক কালে নৃত্যকলার প্রমাণ পাওয়া যায়।





খৃষ্টপূর্ব ৩৩০০ সালে মিশরীয় দেয়াল চিত্রে এবং ভারতের গুহা চিত্রে নৃত্যকলার ভঙ্গী উৎকীর্ণ রয়েছে। দেয়ালচিত্রে খোদিত ভঙ্গীগুলো হতে মনে হয় যে কিংবদন্তির কাহিনী পরিবেশনের জন্যই ঔ চিত্রগুলো উৎকীর্ণ করা হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে লিখিত বর্ণমালা প্রচলনের আগে নৃত্যকলার এই পদ্ধতির মাধ্যমেই এই সব গল্প বংশ পরম্পরায় চলে আসতো





সাধারণত বিয়ে হল এমন এক ধরনের অঙ্গীকার যেখানে নির্ভর করে সারা জীবনের দায়িত্ব। তাই ভেবে চিন্তে বিয়ে করা উচিত । বিয়ের এই মৌসুমে হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে । আমরা একথা জানি যে বিয়ের একটি নিয়ম হল বর এবং কনেকে পিরির মধ্যে উঁচুতে তুলে একে অপরের প্রতি শুভ দৃষ্টি সম্পন্ন করা হয় । তার পাশাপাশি কনে ও রীতিমতো ভী-ত-স-ন্ত্র-স্ত ।





সম্প্রতি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নতুন বউ এবং পাড়ার বৌদি । । এবং তাদের সামনে রয়েছে একজন ঢোলী । যাদের ঢোলীর তালে তালে সঙ্গে সঙ্গে অসম্ভব সুন্দর কায়দায় নেচে চলেছেন ওই নতুন বউ এবং পাড়ার বৌদিরা ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন