
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে পাওয়ার হিটারের অভাব নিয়ে আক্ষেপ করেছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সে সময় তিনি পাওয়ার হিটারের বিকল্প পথ বলেছিলেন। সিরিজ শেষে একই সুরে কথা বললেন তারকা ব্যাটার লিটন দাসও।
লিটন দাস বলেছেন ওয়েস্ট ইন্ডিজের মত চাইলেই ছয় মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন,
“আমাদের বোলিংয়ে পরিকল্পনা বাস্তবায়নে একটু সমস্যা হয়েছে। সব বোলাররা সেভাবে প্রয়োগ করতে পারেনি। এছাড়া মায়ার্স ও পুরানকেও কৃতিত্ব দিতে হবে। খুব ভালো ভালো বলেও ওরা মেরে দিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “এটি ওদের বাড়তি সুবিধা যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে। যেটা আমরা খেলতে পারি না। আমার মনে হয়, এ জিনিসটাও অনেক সময় কাজ করে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই তো তারা মেরে দেবে।”
“ওরা জন্মগতভাবে অনেক শক্তিশালী। যেকোনো বড় মাঠে ছক্কা মেরে দিতে পারে। যেটা আমাদের দলের অনেকেই সামর্থ্যবান নয়। আমরা সবসময় ব্যাটিংয়ে নেমে চিন্তা করি চার মারার জন্য। আমাদের খেলায় দেখবেন চারই বেশি হয়। যেটা ওদের তুলনায়… ওরা ছয় বেশি মারে। এই পার্থক্য সবসময় থাকে।”