
বার্সালোনা থেকে লিওনেল মেসিকে গত মৌসুমে ফ্রিতে পেয়ে কিনেছিল ফ্রান্সের ক্লাব পিএসজি। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিএসজিতে
আসেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। তবে প্রথম মৌসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি মেসি। চ্যাম্পিয়নস লিগে তার দল ব্যর্থ ছিল, লিগ ওয়ানেও
দেখা যায়নি চেনা ছন্দের মেসিকে। এই মেসিকে বর্তমানে প্রিমিয়ার লিগের শির্ষ ছয় ক্লাবের কেউই কিনবে না বলে মন্তব্য করেছেন টক স্পোর্টসের
ফুটবল বিশেষজ্ঞ ড্যানি মিলস। তিনি বলেন, “আপনি কি বর্তমানে মেসিকে কিনবেন? সম্ভবত না। ম্যানসিটি কিনবে? না, লিভারপুল কিনবে? না, টটেনহাম কিনবে?
না, শীর্ষ ছয় দলের কেউই কিনবে না।” ড্যানি মিলসের এই মন্তব্যে হয়তো লিওনেল মেসির কিছুই হবে না। তবে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি মনে করেন আগামী মৌসুমে সেরা ফর্মের মেসিকেই পাওয়া যাবে।