ক্লাব পরিবর্তন নিয়ে রোনালদোকে চরম অপমানিত করলেন টেন হাগ

InCollage 20220707 022707759

ম্যানইউর নতুন মৌসুমে প্রধান আলোচনায় পরিণত হয়েছে দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী মৌসুমে তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েই সন্দিহান ক্লাবটি।

নতুন কোচ টেন হাগের অধিনে কাজ শুরু করেছে ম্যানইউর প্লেয়াররা। ইতিমধ্যে শুরু হয়েছে অনুশীলন। কিন্তু সেই অনুশীলনে যোগ দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদো এখনও ম্যানইউতে পা রাখেনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এখনও দলের বাইরে আছেন তিনি। ম্যানইউ কর্তারা বুঝতেই পারছেন না যে রোনালদো আদৌ আসবে কিনা।

সমস্যা যখন এতটা তখন টেন হাগ ক্লাবের কাছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য বলেছে এমনটাই জানিয়েছে ডেইলি মেইল। রোনালদো যদি থাকে তাহলে যেন বলে দেয়, না থাকলে যেন তাকে বিক্রি করে দেয় সেটাই বলেছেন টেন হাগ।

যদি রোনালদো থাকে তাহলে তাকে নিয়ে পরিকল্পনা করতে হবে। আর যদি না থাকে তাহলে অন্য পরিকল্পনা। তাই নিজের কাজ ঠিক পথে যাতে এগিয়ে যায় সেজন্য এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেই মনে করছেন টেন হাগ।

You May Also Like