বাংলাদেশে নয়, যে দেশ আয়োজন করতে যাচ্ছে এশিয়া কাপ

InCollage 20220706 114200981

এশিয়া কাপ তাই শ্রীলঙ্কা থেকে সরছে না, তা একপ্রকার নিশ্চিত। এর আগে শ্রীলঙ্কার বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছিল।

নানা ধরনের সংকট আর বাধা-বিপত্তির মধ্য দিয়ে গেলেও দেশের অস্থির সময়ের প্রভাব ক্রিকেট অঙ্গনের ওপর পড়তে দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর তাই নির্ধারিত সময়ে নিজেদের দেশেই এশিয়া কাপ আয়োজনের ভাবনা অটুট রেখেছে লঙ্কানরা।

সম্প্রতি অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিয়েছে শ্রীলঙ্কা। পরাশক্তি দলটি তিনটি ফরম্যাটেই সিরিজ খেলেছে শ্রীলঙ্কায়। আবার লঙ্কান প্রিমিয়ার লিগও (এলপিএল) মাঠে গড়াবে, যার প্লেয়ার্স ড্রাফটও সম্পন্ন হল মঙ্গলবার (৫ জুলাই)।

এশিয়া কাপ তাই শ্রীলঙ্কা থেকে সরছে না, তা একপ্রকার নিশ্চিত। এর আগে শ্রীলঙ্কার বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছিল।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘মূলত এশিয়া কাপের ঘোষণা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকেই আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাই এশিয়া কাপ আয়োজন করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া জাতীয় দল শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়ত কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’

এদিকে নানাবিধ সংকটে থাকা শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সফর নিয়ে বিসিবি উদ্বিগ্ন নয়। সুজন বলেন, ‘বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মত হাই প্রোফাইল দলগুলোও যাবে। তাই আমাদের চেয়ে এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।’

এসিসি ঘোষিত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপের এবারের আসর শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। টুর্নামেন্টের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর। যদিও অংশগ্রহণকারী দলগুলোর আন্তর্জাতিক সূচি বিবেচনায় এশিয়া কাপ এক সপ্তাহ এগিয়ে আনার গুঞ্জন রয়েছে।

You May Also Like