
চুক্তি শেষে ম্যানইউকে বিদায় জানিয়ে নতুন ঠিকানা খুঁজছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা।
পিএসজির সঙ্গে চুক্তি শেষে আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়াও এখন ফ্রি এজেন্ট। ইতালিয়ান মিডিয়ার খবর,
বিনা মূল্যে দুজনকেই দলে ভেড়াতে যাচ্ছে জুভেন্টাস। এ সপ্তাহেই নাকি চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সেরে জুভেন্টাসের মাঝমাঠে জুটি বাঁধবেন পগবা ও দি মারিয়া।
এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসে খেলেছেন পগবা। ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের দ্বিতীয় অধ্যায় শেষে তুরিনেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে দি মারিয়াকে দলে টানার দৌড়ে ছিল বার্সেলোনাও।