
ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র গত মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন ছিলেন। মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফর্মেন্স অব্যাহত ছিল তার।
পুরোটা মৌসুমে আলো ছড়ানো ভিনিসিয়াস ২২টি গোল এবং ২০টি অ্যাসিস্ট করে রিয়াল মাদ্রিদের সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়সূচক একমাত্র গোলটিও এসেছে তার পা থেকেই।
ভিনিসিয়াস জুনিয়র কঠোর পরিশ্রম করেছেন এই সফলতার জন্য। আর সেই পরিশ্রম তিনি এই ছুটিতেও অব্যাহত রেখেছেন আগামী মৌসুমে আরও ভালো করার জন্য।
পরিশ্রমের দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনুসরণ করেন ভিনিসিয়াস জুনিয়র সেটা আগেই জানিয়েছিলেন তিনি। এই ছুটিতেও পরিশ্রম করে সেটাই আরও একবার যেন বুঝিয়ে দিলেন।
গত মৌসুমের শেষেই ভিনিসিয়াস জুনিয়র বলেছিলেন, “আমি এখানেই থেমে থাকতে চাই না। আমি রিয়ালের হয়ে ইতিহাস গড়তে চাই, আগামী মৌসুমে আরও ভালো করতে চাই।”
Share