
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ট্রান্সফার মূল্য কত হবে? যদি মেসিকে কোন ক্লাব কিনত তাহলে হয়তো বুঝা যেত লিওনেল মেসির জন্য ক্লাবগুলো কত টাকা খরচ করত।
কিন্তু যেহেতু মেসি তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করেছে বার্সাতে এবং অন্য কোন ক্লাবে যায়নি, তাই বুঝা যায়নি মেসির বাজার মূল্য কেমন।
আবার মেসি যখন ক্লাব ছাড়লো তখন ছাড়ল ফ্রিতে। ফলে এখনও বুঝার উপায় থাকলো না তার মূল্য কেমন হতে পারত।
তবে প্লেয়ারদের বয়স, চুক্তির মেয়াদ, পারফর্মেন্স বিবেচনা করে বাজারমূল্য প্রকাশ করা ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, বর্তমানে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য লাউটারো মার্তিনেজের।
তার মূল্য ৬৭ মিলিয়নের বেশি। লিওনেল মেসির মূল্য ধরা হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো।