সাকিবের ব্যাটিং দেখে মাহমুদউল্লাহর আক্ষেপ

InCollage 20220704 214305749

ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হার। ম্যাচটি হারের আগেই যেন হেরে বসেছিল বাংলাদেশ দল। পরাজিত ম্যাচ থেকে প্রাপ্তি বলতে একমাত্র সাকিব আল হাসানের ব্যাটিং। রোভম্যান পাওয়ালের মতো ঝড়ো ইনিংস না খেললেও দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন এ বাঁহাতি। ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন সাকিব। অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন ইনিংসের পর আক্ষেপ ঝরল মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে।

রোববার ম্যাচে আগে ব্যাট করে পাওয়েলের ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে স্কোর বোর্ডে ১৯৩ রান জমা করে উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ১৫৮ রানে। ৩৫ রানে হারের পর মাহমুদউল্লাহ মনে করেন, আর ১০-১৫ রান কম টার্গেট পাওয়া গেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ ব্যাখ্যা, ‘সাকিব মাশাআল্লাহ খুবই ভালো ব্যাটিং করেছে। বোলিংয়ে কয়েকটা ওভারে আমরা বেশি রান দিয়ে দিয়েছি। এটা নিয়ে অবশ্য সমস্যা নেই, কয়েকটা ওভারে রান বের হয়ে যেতেই পারে। কিন্তু যেভাবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছি, যে এরিয়াতে বল করতে চেয়েছি ওখানে বল করিনি। আফিফ আর সাকিবের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটু মোমেন্টাম দিয়েছিল।’

সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘শেষদিকে সাকিব কয়েকটা ওভার বাউন্ডারি মারল, মোসাদ্দেক ১৫ রানের ছোট্ট ক্যামিও খেলল। কিছুটা তো উইকেট খুব ভালো ছিল। আমি যে কয়টা বল ব্যাটিং করেছি, উইকেটকে খুব ভালো মনে হয়েছে। বল সুন্দর ব্যাটে আসছিল। বোলিংয়ে আরও কিছু রান যদি কম রাখতে পারতাম। ১৫৮ রান করেছি, আরও ১০-১৫ রান করতে পারতাম যদি টার্গেট ছোট হত আরও।’

কুড়ি ওভারের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হার। সিরিজ বাঁচাতে ৭ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। কিন্তু তার আগে ভাবনায় দলের ব্যাটিং-বোলিং দুই বিভাগই। তবু আশা দেখছেন অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেন, ‘ফোকাস ম্যাচ জয়ের দিকে। আমরা যেমন দল, আমাদের দল হিসেবে অনেক ভালো করতে হবে। ছোট ছোট প্রতিটা এরিয়ায় যার যার ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা দল হিসেবে ভালো পারফর্ম করি। আমাদের দল নিয়ে যতটা বুঝি, এটাই আমাদের শক্তির জায়গা। যেকোনো সিরিজে প্রথম ম্যাচ বা কোনো ম্যাচ ভালো খেলার পর অনেক বুস্ট আপ থাকি এবং ওই সিরিজ এগিয়ে নিয়ে যেতে পারি। বলছি না আমরা পারব না। তবে শুরুটা ভালো হলে বাড়তি সুবিধা দেয়, যেটা আমরা গত অনেক ম্যাচ ধরে সংগ্রাম করছি।’

You May Also Like