
ইন্টার মিলানের হয়ে বেশ কয়েক মৌসুম ধরেই ফর্মের তুঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ। প্রিমিয়ার লিগে বেশকিছু ক্লাব তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহী হলেও দলবদলের বাজারে তার চড়া মূল্যের কারণে এগোতে পারেনি। এবার জানা গেল, দলবদলের বাজারে এখন সবচেয়ে দামি আর্জেন্টাইন হচ্ছেন লাউতারো।
দলবদল সম্পর্কিত পোর্টাল ট্রান্সফার মার্কেট জানিয়েছে, হালনাগাদ হিসাব অনুযায়ী বর্তমানে দলবদলের বাজারে মার্টিনেজের মূল্য ৬৭.৫০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৭৫৮ কোটি টাকা। যেখানে মেসির ‘দাম’ তার চেয়ে প্রায় ২২ মিলিয়ন পাউন্ড কম, ৪৫ মিলিয়ন পাউন্ড।
সবচেয়ে ‘দামি’ আর্জেন্টাইন ফুটবলারদের তালিকায় তিনে রয়েছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো (৪৩.২০ মিলিয়ন পাউন্ড)। এরপরের দুই অবস্থানে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা দুই আর্জেন্টাইন আনহেল কোরেয়া (৪০.৫০ মিলিয়ন পাউন্ড) এবং রদ্রিগো দি পল (৩৬ মিলিয়ন পাউন্ড)।
Lautaro Martínez has overtaken Lionel Messi as the Argentine with the most market transfer value. Per @Transfermarkt, Lautaro's transfer value is £67.50 million with Lionel Messi at £45 million. Cristian Romero at £43.20 million. 🇦🇷 pic.twitter.com/jwmIqinCUZ
— Roy Nemer (@RoyNemer) July 4, 2022
চলতি দলবদলের মৌসুমেও মার্টিনেজকে দলে টানার আগ্রহ প্রকাশ করেছিল টটেনহ্যাম। তবে আপাতত ইন্টার মিলান ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মার্টিনেজ
ইন্টার মিলানের অঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়েও সমান উজ্জ্বল। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি, সর্বশেষ ইতালির বিপক্ষে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়েও গোল করে এবং করিয়ে অবদান রেখেছিলেন এই স্ট্রাইকার।