
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলবেন না সাকিব আল হাসান, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। তবে উভয় পক্ষ থেকে কিছু বলা হয়নি। আজকের (২৯ জুন) বোর্ড সভার পর স্বাভাবিকভাবেই সাকিবের একদিনের ছুটি নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের সামনে।
সেখানে বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব এখন পর্যন্ত অফিসিয়ালি ছুটির জন্য কোনো আবেদন করেননি। তবে ওয়ানডে সিরিজে না খেলার বিষয়ে ইতোপূর্বে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসকে মৌখিকভাবে জানিয়েছেন এই ক্রিকেটার।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যে, ‘ওইরকম ভাবে আমার সাথে কথা হয় নাই। সাকিব যাওয়ার আগে আমি যেটা জানতাম, ও একবার বলছিলো, ও টেস্ট খেলবে না, সে ওয়ানডে-টি-টোয়েন্টি খেলবে।
কিন্তু আমার সাথে যখন বসলো, তখন বললো টেস্ট খেলেবে সে। তারপর তো অধিনায়কই করা হলো। সে টেস্ট খেলতে গেছে।
আমি যেটা শুনেছি যে, সে জালাল ইউনুসকে বলেছে সে ওয়ানডে না-ও খেলতে পারে। আগেই বলেছে। তবে অফিসিয়ালি বোর্ডকে এখনো কিছু জানায় নাই। তবে আপনারা চাইলে সেটা অফিসিয়াল ধরতেও পারেন। সে মৌখিকভাবে জালাল ভাইকে নাকি বলেছে।’