৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ; দেখেনিন সময়সূচী

Untitled design 1

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই বছরের ডিসেম্বরে সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২২–২৩ মৌসুমে ঘরের মাঠে পুরুষ ও নারী দলের ক্রিকেট সূচি মঙ্গলবার (২৮ জুন) প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেখানে উল্লেখ করা হয়েছে সিরিজের তারিখ ও ভেন্যু।

সিরিজের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাদা ৬টি ভেন্যুতে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি।

ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ, কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ।

এরপর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ১৪ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ও ১৮ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ। এই চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ প্রথমবার খেলছে।

You May Also Like