মেসি বা পেলে নয়, ইতিহাসের সেরা ম্যারাডোনা

InCollage 20220629 122206860

ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী ব্রাজিল লিজেন্ড পেলের নামটিই সবচেয়ে বেশি স্বীকৃত। তবে অনেকেই আবার ডিয়াগো ম্যারাডোনাকে পেলের সমকাতারে রাখেন। কেউ কেউ ম্যারাডোনাকে পেলেও চেয়েও সেরা বলেন।

বর্তমানে অনেকেই লিওনেল মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার বলে থাকেন। কিন্তু সাবেক উরুগুয়ের গোলকিপার জর্জ সিরোর মতে ম্যারাডোনা সবার উপরে।

তিনি বলেন, “আমি যা দেখেছি তার মধ্যে ডিয়াগো ম্যারাডোনা সেরা। ডিয়াগো আমার দেখা সবচেয়ে বড় জিনিস। আমি পেলেকে খুব বেশি সময় দেখিনি। তবে আমি ম্যারাডোনার সমসাময়ীক, পেলেকে অল্প সময়ের জন্য যতটুকু দেখেছি, সে দুর্দান্ত। কিন্তু ম্যারাডোনা ছিলেন অপরাজেয়।”

লিওনেল মেসিকে নিয়ে বলেন, “বর্তমানে বিশ্বের সেরা মেসি। কিন্তু আমি ম্যারাডনোর সঙ্গেই থাকব, আমার মনে হয় মেসিও ম্যারাডোনার সঙ্গেই থাকবে। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি?…আপনি মেসিকে জিজ্ঞাসা করুন তিনি যেমন আছেন তেমন থাকতে পছন্দ করবে নাকি ম্যারাডোনার মত হতে পছন্দ করবে। আমার মনে হয় মেসি ম্যারাডোনার মত হতে চাইবে।”

You May Also Like