
১০৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেইন্ট লুসিয়ায় দলের বিপাকে গতকাল কাইল মায়ার্স ১২৬ ও জশুয়া ২৬ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দ্বিতীয় দিন।
আজ তৃতীয় দিনের খেলা শুরু হতেই উইকেট খোয়ালো ক্যারিবীয়রা। আগের দিন দুই উইকেট তুলে নেওয়া মেহেদী হাসান মিরাজের বলে সুইফ শট খেলতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়ে ২৯ রান করে সাজঘরে ফেরেন জশুয়া দ্য সিলভা।
জশুয়াকে বিদায় করা গেলেও সেঞ্চুরি করা মায়ার্স ক্রমেই আগ্রাসী হয়ে উঠছেন টাইগার বোলারদের ওপর। জশুয়ার বিদায়ের পর ব্যাট করতে আসা আলজারি জোসেফকে ৬ রানে ফিরিয়েছেন খালেদ আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৬৩ রান। লিড নিয়েছে ১২৯ রান। অপরাজিত রয়েছে মায়ার্স ১৩৬ ও আলজারি জোসেফ ২ রানে।
চলতি টেস্টে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান। লিটন দাসের ব্যাটে আসে সর্বোচ্চ ৫৩ রান এবং তামিম ইকবাল করেন ৪৬ রান।