বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

InCollage 20220626 154540899

অবশেষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা। এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়াতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত ঝুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর।

অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে পাকিস্তান।

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি। আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। এই সিরিজ দিয়ে দলে অবস্থান ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেয়ার দারুণ সুযোগ হবে।”

You May Also Like