তামিম মুশফিকরা যা পারেনি সেটাই করে দেখালো লিটন দাস

InCollage 20220626 133331467

ক্রিকেট জগতে যদিও আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে টেস্ট ক্রিকেট। এই ম্যাচটি টি-২০ বা ওয়ানডে ক্রিকেটর মত উত্তেজনাপূর্ণ নয়। টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য্যর পরিক্ষা। আর এখানেই পিছিয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য অন্যতম বাজে বছর এটি। চলতি বছরে মনে রাখার মত তেমন বড় কিছু করতে না পারলেও অনেক লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ দল।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছিলো অনেক আগেই। বাংলাদেশ সর্বপ্রথম ২০০০ সালে টেস্ট পরিবারভূক্ত হয়।

ব্যর্থতার পরেই আসে সফলতা। সেটাই মনে রেখেছিলেন টাইগার ক্রিকেটার লিটন দাস। চলতি বছরে অন্য ক্রিকেটারদের থেকে অনেকটা এগিয়ে আছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অন লাইন নিউজ পোর্টাল স্পোর্টসআওয়ার২৪।

একনজরে দেখেনিন ২০২২ সালে সর্বচ্চো রান সংগ্রাহকের তালিকা

তালিকায় ৩ নাম্বারে অবস্থান করছেন নাজমুল হোসেন শান্ত। তিনি সর্বমোট ২০ টি ইনিংসে ২৩.২১ এভারেজে করেছেন ৪৪১ রান।

অন্যক্রিকেটারদের পেছনে ফেলে তালিকায় ২য় স্থান দখল করে নিয়েছেন মি.ডিপেন্ডেবল বাংলাদেশ দলের উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি ৪৫.৮২ এভারেজে রান করেছেন ৫৫০ রান।

বাংলাদেশ দলের আরেক উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান লিটন দাস ৯৫৯ রান করে শীর্ষ স্থান দখল করেছেন তিনি। তিনি এখন পর্যন্ত ১৮টি ইনিংসে তোর এভারেজ ৫৩.২৭ ।

You May Also Like