
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি, উভয়ের সঙ্গে খেলার সুযোগ হয়েছে খুব কম সংখ্যক প্লেয়ারেরই। বিশেষ করে যারা পর্তুগীজ বা আর্জেন্টিনার তারকা তারাই সুযোগ পেয়েছে বেশি উভয়ের সঙ্গে খেলার।
যারা এই দুই তারকার সঙ্গেই খেলেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন গনজালো হিগুইন। রিয়াল মাদ্রিদে খেলার সুবাধে রোনালদো এবং আর্জেন্টিনাতে খেলার সুবাধে মেসির সঙ্গে খেলেছিলেন তিনি।
এই দুই তারকার মধ্যে লিওনেল মেসিকেই সেরা মনে হয়েছে হিগুইনের। সাবেক এই আর্জেন্টাইন তারকা বলেন, “আমি তাদের দুজনের সঙ্গেই খেলেছি। যদি আমাকে একজন বেছে নিতে হয় তাহলে মেসিকে বেছে নিব। দুজনের মধ্যে সে সেরা।”
হিগুইনের আইডল হচ্ছে ব্রাজিলিয়ান সাবেক লিজেন্ড রোনালদো নাজারিও। তিনি বলেন, “আমার আইডল ব্রাজিলিয়ান রোনালদো। দুই মাস একসঙ্গে খেলেছিলাম যা আমার কাছে স্বপ্নের মত মনে হয়েছে।”